কেন অবসর ধোনির? ব্যাখ্যা দিলেন সুনীল গাভাসকার

0
3

অগাস্টেই কেন অবসর ঘোষণা করলেন মহেন্দ্র সিং ধোনি? লিটল মাস্টার সুনীল গাভাসকার যুক্তি দিয়েছেন, যে যুক্তি অবশ্যই অকাট্য।

সানির বক্তব্য, ধোনি অপেক্ষা করছিলেন আইপিএলে কেমন পারফর্ম করে তা দেখার। আইপিএল হওয়ার কথা ছিল মার্চ এপ্রিলে। আইপিএল দেখে টি-২০ ওয়ার্ল্ড কাপ খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিত। কিন্তু কোভিড মহামারি পরিস্থিতি পাল্টে দিয়েছে। বিশ্বকাপ বাতিল, আইপিএল পিছিয়ে গিয়েছে। ফলে বিশ্বকাপ এ বছর হওয়ার কোনও সম্ভাবনা নেই। তখনই সিদ্ধান্ত নিয়ে নেয় মাহি যে বেকার জায়গা আটকে রেখে লাভ নেই। বিশ্বকাপ এ বছরে হলে হয়তো লাস্ট চান্স নিতো ধোনি।