দেশের মাথা যারা তাঁদের কান্ডজ্ঞান না থাকলে কাকে দোষ দেবেন? ৭৪ তম স্বাধীনতা দিবসে এই প্রশ্ন ছুঁড়ে দিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতীয় পতাকা অবমাননার প্রসঙ্গ টেনে এনেছেন তিনি। সুজন চক্রবর্তী বলেন, “আমরা এমন ঘটনাও দেখেছি অনুষ্ঠানের পর জাতীয় পতাকা দিয়ে মুখ মুছেছেন প্রধানমন্ত্রী। সংবিধানের মর্মার্থ রক্ষা করার থেকে অন্য কোনও স্বার্থ বেশি কাজ করছে। দেশের যারা মাথা তাঁদেরই কোনও কান্ডজ্ঞান নেই।” পাশাপাশি স্বাধীনতার মূল মর্মবস্তুকে রক্ষা করার কথা বলেছেন তিনি।
প্রসঙ্গত, কয়েক বছর আগে বিশ্ব যোগ দিবস উপলক্ষ্যে দিল্লির রাস্তায় যোগ ব্যায়ামে অংশ নেন হাজার হাজার মানুষ। তার নেতৃত্বে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। তাঁর গলায় ছিল ভারতের জাতীয় পতাকা তেরাঙ্গাসদৃশ উত্তরীয়। অনুষ্ঠান শেষে ওই উত্তরীয় দিয়ে মুখ মুছেছেন প্রধানমন্ত্রী। যা নিয়ে সে সময় শোরগোল পড়ে যায়। সেই ঘটনা নিজের বক্তব্যে তুলে ধরেছেন সুজন চক্রবর্তী।