বিক্ষুব্ধদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দিল্লিতে দিলীপ ঘোষ

0
1

বিক্ষুব্ধদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দিল্লিতে দিলীপ ঘোষ। দলের সভাপতির সঙ্গে একান্ত বৈঠকে রাজ্য সভাপতি চাঁচাছোলা ভাষায় বলছেন, দলের একাংশ দল চালাতে বাধা দিচ্ছে, কার্যত বিরক্ত করছে, বিভিন্ন খবর খাওয়ানো হচ্ছে, শত্রু শিবিরে যোগাযোগ রাখা হচ্ছে, সমান্তরালভাবে দল চালানোর চেষ্টা হচ্ছে, দলের অভ্যন্তরীণ কথা বাইরে চলে যাচ্ছে। এভাবে চলতে পারে না। দিলীপ নাড্ডাকে বলছেন, যারা দৈনন্দিন আন্দোলনের সঙ্গে যুক্ত নেই, দলের কর্মীদের সুখ দুঃখের কোনও খবর রাখেন না, তারা পদের সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় হিরো সাজার চেষ্টা করছেন। দুমদাম মন্তব্য করছে। এতে দলের কর্মী-সমর্থকদের কাছে ভুল বার্তা যাচ্ছে।

শুধু আক্রমণ নয়, আত্মসমালোচনাও থাকছে বৈঠকে। রাষ্ট্রীয় সভাপতিকে বলবেন, দিলীপ ঘোষ সব জায়গায় ঠিক একথা মনে করি না। ভুল থাকতেই পারে। সে নিয়ে দলের অভ্যন্তরে আলোচনা হোক। কিন্তু খবর খাওয়ানোর অভ্যাস বন্ধ করতে হবে। সকলের এখন এক হয়ে একুশের প্রস্তুতি নেওয়ার দরকার। মানুষ সঙ্গে আছেন। ভোট বিজেপির বাক্সে ফেলতে হবে। সেটাই এখন আশু কর্তব্য। যদিও বৈঠকের শেষে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনার কথা উভয়েই সামনে রাখবেন।