বিশ্ব ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন মহেন্দ্র সিং ধোনি৷ প্রায় সঙ্গে সঙ্গেই মাহি-ঘনিষ্ঠ সুরেশ রায়নাও অবসর ঘোষণা করেন৷ এই মুহূ্র্তে এই ২ ক্রিকেটারই চেন্নাইতে CSK-র প্রস্তুতি শিবিরে৷ IPL 2020 -র এবারের আসর বসছে সংযুক্ত আরব আমিরশাহিতে৷ সেখানে যাওয়ার আগে ৬ দিনের কন্ডিশনিং ক্যাম্প চলছে ধোনি এন্ড কোং-এর৷
এই মুহুর্তে ঠিক কেমন চেন্নাই সুপার কিংসের ড্রেসিং রুম?
CSK তারই ছবি পোস্ট করে জানিয়ে দিলো
ধোনি বা সুরেশ রায়না ঠিক কি করছেন এখন৷ চেন্নাই সুপার কিংসের পোস্ট করা ভিডিওতে উঠে এসেছে দারুন সব মুহুর্ত৷
নিজেদের পোস্ট করা ভিডিও-র ট্যাগলাইনে লিখেছেন, “Two roads converged on a #yellove wood…”৷ দুই তারকার ডাকনামও রয়েছে- #Thala ও #ChinnaThala
অনেকেরই জানা নেই, থালা ও চিন্না থালা -ধোনি ও রায়নার ডাকনাম৷ CSK ফ্যানরা তাঁদের ওই নামেই ডাকেন৷
অবসর ঘোষণার পর CSK-র পোস্ট করা এই ভিডিও স্বাভাবিকভাবেই ধোনিপ্রেমীদের আরও আবেগপ্রবণ করে তুলছে৷
ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালের ম্যাচই তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচ ৷ আর ভারতের জার্সি গায়ে দেখা যাবে না MSD-কে ৷ তবে শনিবার কিন্তু ক্রিকেটের কোন ফর্ম্যাট থেকে অবসর নিচ্ছেন, তা স্পষ্ট করে কিছু জানাননি মাহি৷
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হতে চলা এ বছরের IPL-এ চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে তাঁকে খেলতে দেখা যাবে বলেই আশাবাদী ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ৷
Two roads converged on a #yellove wood… #Thala #ChinnaThala #73Forever ?? pic.twitter.com/0BDe99kp0z
— Chennai Super Kings (@ChennaiIPL) August 16, 2020