চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রণব, মিনিট কুড়ির জন্য খোলা হল ভেন্টিলেশন

0
1

বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। জানালেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। রবিবার তিনি জানান, গতকাল বাবার সঙ্গে দেখা করেছি। আগের চেয়ে অনেকটাই ভাল আছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তবে ভেন্টিলেশনে আছেন। দিল্লির সেনা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার মিনিট কুড়ির জন্য তাঁর ভেন্টিলেশন সাপোর্ট খোলা হয়। ব্লাড প্রেসার ও ব্লাড সুগার ক্রমশ নিয়ন্ত্রণে আসছে। প্রাক্তন রাষ্ট্রপতি দীর্ঘ ৭২ ঘন্টার বেশি ভেন্টিলেশনে থাকার পর চিকিৎসায় সাড়া দেওয়ায় পুত্র-কন্যা অনেকটাই আশঙ্কামুক্ত।