“আর নয় ভেদাভেদ”! রূপান্তরকামীদের জন্য আসন সংরক্ষণ বেসরকারি বাসে

0
2

“আর নয় ভেদাভেদ”! সমাজের আর পাঁচজন মানুষের মতোই তাদেরও সমান অধিকার আছে। তাই এবার কলকাতার দুটি রুটের বাসে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য আসন সংরক্ষণ চালু হল। বাঁশদ্রোণী থেকে বাবুঘাটগামী ২০৫ ও ২০৫/এ রুটের মোট ৩৬টি বাসে এই পরিষেবা চালু করা হয়েছে।

জানা গিয়েছে, এই বাসগুলিতে দুটি করে আসন রূপান্তরকামীদের জন্য সংরক্ষণ করা হয়েছে। আসনগুলির নাম দেওয়া হয়েছে “ত্রিধারা”।