তিনি ভারতের সর্বকালের সফলতম অধিনায়ক। মহেন্দ্র সিং ধোনিই একমাত্র অধিনায়ক যিনি তিন-তিনটি আইসিসি টুর্নামেন্ট জিতেছেন। ধোনির নেতৃত্বে ভারত ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ জেতে ভারত। দ্বিতীয়বার এই বিশ্বকাপ জেতার জন্য ভারতকে দীর্ঘ ২৮ বছর অপেক্ষা করতে হয়েছিল। ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতে ধোনির ভারত।
তাই আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে “গুডবাই” জানানোর পর খুব স্বাভাবিকভাবেই ধোনির কীর্তিকে কুর্নিশ জানিয়েছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ধোনিকে সম্মান জানাতে
“এমএস ধোনি: এক নাম, অনেক স্মৃতি!” শিরোনামে মাহির অবসরে বিশেষ ভিডিও প্রকাশ করল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
MS Dhoni: One name, a million memories! ?
What's your favourite memory of the former India skipper? pic.twitter.com/sszLHobegw
— ICC (@ICC) August 15, 2020
MS Dhoni: One name, a million memories! ?
What's your favourite memory of the former India skipper? pic.twitter.com/sszLHobegw
— ICC (@ICC) August 15, 2020