কেন ৭টা ২৯ মিনিটে অবসরের ঘোষণা ধোনির?

0
1

কেন সন্ধে ৭টা ২৯ মিনিটে মহেন্দ্র সিং ধোনি অবসর নিলেন? ক্রীড়া মহলে নানা যুক্তি ভেসে বেড়াচ্ছে। আসুন সেদিকে এক ঝলক দৃষ্টি দিই।

১. ধোনির জার্সি নম্বর ৭, একই সঙ্গে অবসর নেওয়া সুরেশ রায়নার ৩। দুটি নম্বর পাশাপাশি হলে দাঁড়ায় ৭৩। ভারতের স্বাধীনতারও ৭৩ পূর্তি হল শনিবার। সেই কারণে অবসরের পোস্টে জাতীয় পতাকার ছবিও দিয়েছিলেন।

২. আবার যাঁরা সময় নিয়ে খুঁটিনাটি খবর রাখেন, তাঁরা বলছেন, ২০১৯-এর বিশ্বকাপের সেমিফাইনালে ৭টা ২৯ মিনিটেই নিউজিল্যান্ডের কাছে ভারত হেরেছিল।

৩. ৭টা ২৯ মিনিট বা ১৯২৯ একটা এঞ্জেল নম্বর। কোনও প্রজেক্ট শেষ হওয়া বা বৃত্ত সম্পূর্ণ হওয়া বোঝায়।

৪. ১৯২৯ -এ গ্রেট ডিপ্রেশন। তার সঙ্গে আজকের এই কোভিড পরিস্থিতির তুলনা টেনেছেন।

ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন ধোনির বিদায়ী ম্যাচ করতে চেয়েছে। দীনেশ কার্তিক তো ধোনির ৭নম্বর জার্সি তুলে রাখার দাবি জানিয়েছেন। সব দাবি, আলোচনার মাঝে ধোনি নির্বিকার।