চিনের মাটিতে দাঁড়িয়ে লাল ফৌজের বিরুদ্ধে সরব ভারত

0
1
ভারতের রাষ্ট্রদূত বিক্রম মিশ্রি

একদিকে ভাইরাসের সংক্রমণ, অন্যদিকে চিনের আগ্রাসী মনোভাব। এই দুইয়ের সঙ্গে লড়াই করছে ভারত। দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসে চিনে ভারতের রাষ্ট্রদূত বিক্রম মিশ্রি এই মন্তব্য করেন। বেজিংয়ের মাটিতে দাঁড়িয়ে তিনি ভারতীয়দের উদ্দেশে বলেন, দেশের সামনে এখন দুটি প্রতিপক্ষ।

বেজিংয়ে ভারতীয় দূতাবাসে পতাকা উত্তোলনের পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বক্তব্য পড়েন মিশ্রি। গত ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা আগ্রাসনের প্রসঙ্গ উল্লেখ করেন মিশ্রি। তিনি বলেন, আগ্রাসনের বিরুদ্ধে কড়া জবাব দিয়েছে ভারত। এটাও এক ধরনের স্বাধীনতা। সীমান্তে যেভাবে সেনারা লড়ছেন, তা স্বাধীনতা সংগ্রামের থেকে কম কিছু নয়। পাশাপাশি সীমান্তে চিনা সেনার অতি সক্রিয়তা নিন্দনীয় বলে মন্তব্য করেন তিনি।

ভাইরাস সংক্রমণ প্রসঙ্গে তিনি বলেন, লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন। ভাইরাসের সঙ্গেও লড়াই করতে হচ্ছে। প্রতিদিন রেকর্ড ছড়াচ্ছে আগের দিনের রেকর্ডকে। ভাইরাস সংক্রমণ এবং চিনের আগ্রাসন এই দুটি চ্যালেঞ্জ ভারতের সামনে। একইসঙ্গে লড়াই করছেন সবাই।