কীভাবে আবেদন করবেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে? জেনে নিন বিস্তারিত তথ্য

0
1

নতুন স্বাভাবিক জীবনে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি, লিবারেল আর্টস অ্যান্ড কালচার স্টাডিজ, বেসিক অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস, ল অ্যান্ড জাস্টিস, মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড ফ্যাশন, বিজনেস অ্যান্ড ইকোনোমিক্স, লাইফ সায়েন্স এন্ড বায়োটেকনোলজি, ফার্মেসিউটিক্যাল টেকনোলজি, এডুকেশনের বিভিন্ন বিষয়ে ভর্তির জন্য আবেদন করা যাবে।

http://adamasuniversity.ac.in/  ওয়েবসাইটে ভর্তির আবেদন করা যাবে। ২৭ অগাস্ট বা তার আগে সংগ্রহ করতে হবে হল টিকিট। ২৯ অগাস্ট শনিবার অনলাইনে ভর্তির পরীক্ষা হবে। ৭০ শতাংশ বা তার বেশি নম্বর পেলে, সংশ্লিষ্ট পড়ুয়াকে সরাসরি ভর্তি নেওয়া হবে। ভর্তি সংক্রান্ত আরও তথ্য জানতে 8336944328, 1800 419 7423 নম্বরে ফোন অথবা 8335004433 নম্বরে হোয়াটসঅ্যাপ করা যাবে।