‘চিকিৎসায় সাড়া দিচ্ছেন বাবা, আমাদের মধ্যে দ্রুত ফিরবেন’, জানালেন প্রণব-পুত্র অভিজিৎ

0
2

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এখন ভালো আছেন৷ চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। রবিবার টুইট করে এ কথা জানিয়েছেন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।

এদিকে অভিজিৎবাবুর এই টুইটের প্রায় সঙ্গে সঙ্গেই হাসপাতালের তরফে এক টুইটে বলা হয়েছে যে, “সম্মানীয় প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার তেমন কোনও পরিবর্তন হয়নি। তাঁর ক্লিনিক্যাল প্যারামিটারগুলি স্থিতিশীল রয়েছে, তিনি ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। এছাড়াও আনুসাঙ্গিক বিভিন্ন রোগ রয়েছে প্রাক্তন রাষ্ট্রপতির। বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রণববাবুর শারীরিক অবস্থার খেয়াল রাখছেন।” প্রসঙ্গত, সেনাবাহিনীর রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন প্রাক্তন রাষ্ট্রপতি।

রবিবার এক টুইটে অভিজিৎ মুখোপাধ্যায় জানিয়েছেন, “আমি বাবাকে দেখতে গতকাল হাসপাতালে গিয়েছিলাম। ভগবানের আশীর্বাদে এবং আপনাদের সকলের শুভেচ্ছায় গত কয়েক দিনের তুলনায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁর ক্লিনিক্যাল প্যারামিটারগুলি স্থিতিশীল রয়েছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি আমাদের মধ্যে দ্রুত ফিরে আসবেন।”

মাথায় রক্ত জমাট বেঁধে যাওয়ায় গত ১০ আগস্ট ৮৪ বছর বয়সী ‘ভারতরত্ন’ প্রাক্তন রাষ্ট্রপতির অস্ত্রোপচার হয়৷ একইসঙ্গে নমুনা পরীক্ষায় জানা যায় যে তিনি কোভিড-১৯ পজিটিভ।