শনিবারের পর রবিবার আবার উত্তপ্ত হল হুগলির খানাকুল। বিজেপির অভিযোগ, রবিবার খানাকুল ১ হেলান জগন্নাথপুর এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালায় তৃণমূলের কর্মীরা। তবে এ অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
গতকাল জাতীয় পতাকা উত্তোলন নিয়ে তৃণমূল-বিজেপির সংঘর্ষ হয় খানাকুলে। বিজেপির অভিযোগ, খুন করছে তৃণমূল। তবে এই খুনের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের কর্মী-সমর্থকরা। মৃত বিজেপি নেতার নাম সুদর্শন প্রামাণিক। ওই সংঘর্ষে দু’দলের বেশ কিছু কর্মী সমর্থক আহত হয় বলে জানা গিয়েছে। মৃত বিজেপি কর্মীর বাড়ি নতিবপুরে।
সেই সময়ে খানাকুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা। বিজেপির কর্মীরা অভিযোগ করেন, মাথায় ধারালো অস্ত্রের কোপ দিয়ে সুদর্শনকে খুন করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে আজ রবিবার ফের উত্তেজনা দেখা যায় খানাকুলে। এদিন বিজেপি কর্মী খুনের প্রতিবাদে বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধ চলছে খানাকুলে। বিজেপির অভিযোগ, বনধ সফল করতে বিজেপি কর্মীরা গেলে তাদের উপর তৃণমূলের কর্মীরা হামলা চালায়। বেশ কয়েকজন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এদিন বেশ প্রায় ৮টি বাইক ভাঙচুর করা হয়। এ অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
হুগলির খানাকুলের উত্তেজনা নিয়ে এদিন হুগলি জেলার তৃণমূলের সভাপতি দিলীপ যাদব বলেন, বিজেপি নিজের দলের কর্মীকে খুন করে নোংরা রাজনীতি করছে। তৃণমূল খুনের রাজনীতি করেনা।তৃণমূল শুধু মানুষের উন্নয়ন করে।