অবসর ভেঙে ফিরছেন পাঞ্জাব কি পুত্তর! প্রবল সম্ভাবনা

0
1

যুবরাজ সিং কি অবসর ভেঙে ফের ফিরছেন প্রথম শ্রেণির ক্রিকেটে? আভাস সেইরকমই। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব পুনীত বালি চাইছেন অবসর ভেঙে খেলায় ফিরুন যুবরাজ। ঘরোয়া ক্রিকেটে ফিরুন। দায়িত্ব নিন পাঞ্জাব দলের। গড়ে তুলুন পাঞ্জাব দল অলরাউন্ডার কাম মেন্টর হিসাবে। আর এরপর বাকিটা যুবরাজের হাতে। প্রমাণ করতে পারলে ফিরতেই পারেন আন্তর্জাতিক ক্রিকেটে।

কিন্তু যুবরাজ কী ফিরতে চান? পুনীত বালি জানাচ্ছেন, দিন সাতেক আগে যুবরাজকে এই প্রস্তাব দেওয়া হয়। যুবরাজ এখনও সিদ্ধান্ত জানাননি। তবে এই অফার ফিরিয়েও দেননি। সময় চেয়েছেন। আর এখান থেকেই আশা জেগেছে। পুনীত মনে করছেন প্রস্তাব মনে ধরেছে পাঞ্জাব কা পুত্তরের। যুবি মনে করছে, এখনও তার কিছু দেওয়ার বাকি আছে। পরিস্থিতি বাধ্য করেছিল অবসরের সিদ্ধান্ত নিতে। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসাও অসম্ভব কিছু নয়। ক্যান্সার জয় করে যদি ফিরতে পারেন, তাহলে এই অবস্থা থেকেও ফেরা সম্ভব। ২০১৭ সালে যুবরাজ শেষ ম্যাচ খেলেন। আর ২০১৯-এ বিশ্বকাপ চলাকালীন অবসর ঘোষণা করেন। মাঝে অবশ্য তিনি আমিরশাহী ও কানাডার প্রিমিয়ার লিগ খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরতে গেলে বোর্ডের অনুমতি নিতে হবে। ভারতীয় ক্রিকেটে অবসর নিয়ে ফিরে আসা বিরল। কিন্তু বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় থাকায় সেই সম্ভাবনা আরও বাড়ছে।