74 তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেশের পর্যটনেও জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি জানান, ভারত সেই অল্প সংখ্যক দেশের মধ্যে পড়ে যেখানে বনভূমি বাড়ছে। বন্যপ্রাণ পর্যটনের উপর জোর দেন নরেন্দ্র মোদি।
সঠিক প্রজনন এবং সংরক্ষণের ফলে এখানে বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি, এশীয় সিংহের সংখ্যা বৃদ্ধিতেও কাজ করছে কেন্দ্রীয় সরকার।
এদিন, এক অভিনব উদ্যোগের কথা জানান নরেন্দ্র মোদি। তিনি বলেন, সমুদ্র এবং নদীতে থাকা ডলফিনদের প্রজনন বাড়ানোর চেষ্টা করছে কেন্দ্র। এদের সংখ্যা বৃদ্ধি পেলে ডলফিন কেন্দ্রিক পর্যটনের বিকাশ হবে বলে আশা প্রধানমন্ত্রীর।