৭৪ তম স্বাধীনতা দিবসে দেশের উপকূলবর্তী অঞ্চলের যোগাযোগ বাড়িয়ে নিরাপত্তা ব্যবস্থাকে মজবুত করার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অটলবিহারী বাজপায়ীর সোনালি চতুর্ভুজের পথ ধরে দেশের সমুদ্র তীরবর্তী এলাকায় চার লেনের হাইওয়ে তৈরি হবে। লালকেল্লা থেকে ভাষণে ঘোষণা প্রধানমন্ত্রীর।
পাশাপাশি, তিনি জানান, দেশে সুরক্ষায় সীমান্ত ও উপকূলবর্তী অঞ্চলের লোকেদের প্রশিক্ষণ দেবে সেনা। সীমান্ত ও উপকূলবর্তী অঞ্চলের ১ লাখ বাসিন্দাকে প্রশিক্ষণ দিয়ে এনসিসি-তে অন্তর্ভুক্ত করা হবে।
যে জায়গায় সেনাবাহিনীর যে শাখা অর্থাৎ সেনা, নৌসেনা বায়ুসেনার ঘাঁটি রয়েছে, তার লাগোয়া উপকূল এবং সীমান্তবর্তী অঞ্চলের মানুষকে প্রশিক্ষণ দিয়ে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে মজবুত করে তোলা হবে বলে বার্তা দিলেন প্রধানমন্ত্রী।





























































































































