লালকেল্লায় 74 তম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের পরে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, সবার মনে এখন একটাই প্রশ্ন, করোনাভাইরাসের ভ্যাকসিন কবে তৈরি হবে? এরপরই প্রধানমন্ত্রী জানান, দেশের বৈজ্ঞানিকরা ঋষি, মুণির মতো ল্যাবরেটরিতে বসে কঠিন পরীক্ষা করে চলেছেন। ভারতে একটি নয়, তিনটি ভ্যাকসিন তৈরির কাজ চলছে জোর কদমে। তারমধ্যে একটি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। বৈজ্ঞানিকরা সবুজসংকেত দিলেই ভ্যাকসিন বাজারে আনা হবে। কীভাবে সেটা সবাই পাবেন সেই রূপরেখা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। সুলভ মূল্যে দেশবাসীর কাছে পৌঁছে দিতে পরিকাঠামো তৈরি করেছে কেন্দ্র।