মহামারি আবহে ফের কেন্দ্রীয় সরকারকে সাহায্য করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কেন্দ্রের কোষাগারে ৫৭ হাজার কোটি টাকা দেবে আরবিআই। শুক্রবার, গভর্নর শক্তিকান্ত দাশের নেতৃত্বে হওয়া বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, বিভিন্ন খাতে ব্যয় সহ ত্রাণ প্রকল্পে অনেক টাকা খরচ হয়েছে সরকারের। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে তথ্য অনুযায়ী, সরকারের আয় ও ব্যয়ের মধ্যে প্রায় ১০ লক্ষ কোটি টাকার ফারাক থাকবে। এই অবস্থায় সরকারকে স্বস্তি দিতে ডিভিডেন্ড হিসেবে ২০১৯-২০ অর্থবর্ষে ৫৭ হাজার কোটি টাকা দেবে রিজার্ভ ব্যাংক। যদিও এই প্রথম নয়, ২০১৮-১৯ অর্থবর্ষে সরকারকে ২৮ হাজার কোটি টাকা দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। গত বছর অগাস্ট মাসে নিজের ভাঁড়ার থেকে কেন্দ্রকে ১ লক্ষ ৭৬ হাজার কোটি দেওয়ার প্রস্তাবে সম্মতি জানিয়েছিল আরবিআই।































































































































