বাড়িতে বসেই অনলাইনে মিলবে ই-পাস। অনলাইনে কাটা যাবে টিকিটও। রেল কর্মীদের জন্য এই সুবিধা আনল রেল বোর্ড। বৃহস্পতিবার এই নতুন ব্যবস্থার কথা জানিয়েছেন রেলবোর্ডের চেয়ারম্যান বিনোদকুমার যাদব।
বিবৃতি দিয়ে রেল বোর্ড জানিয়েছে, নতুন ই-পাস মডিউলটি মোবাইল ফোন থেকে ব্যবহার করা যাবে। এর মাধ্যমে আইআরসিটিসি ওয়েবসাইট থেকে ট্রেনের টিকিট বুকিং এবং রেলের পাস ব্যবহার করতে পারবেন কর্মীরা। এতদিন পর্যন্ত রেল কর্মীদের অফিস থেকে এই পাস সংগ্রহ করতে হত। পাস ব্যবহার করে টিকিট কাটা যেত বুকিং কাউন্টার থেকে। কখনও কখনও তা অনেক সময় সাপেক্ষ হত। নতুন নিয়মে সেই সমস্যা থাকবে না।
































































































































