জল্পনা ছিল কেকেআর মালিক কিং খান যে শিক্ষা ওয়েবসাইটের ব্র্যান্ড অ্যাম্বাসাডার সেই ‘বাইজুস’ জার্সিতে এ বছর মাঠে নামবেন নাইটরা৷ কিন্তু শেষমুহুর্তে সব হিসাব পাল্টে গেল৷ নাইট সিইও ভেঙ্কি মাইশোর টুইট করে জানালেন, এবছর কেকেআরের ছেলেদের খেলতে দেখা যাবে Mobile Premier League বা এমপিএলের জার্সিতে৷ এই এমপিএল-ই এবার KKR-এর প্রিন্সিপাল-স্পনসর৷
নোকিয়া-জার্সি পরে এবারের IPL-এ যে কলকাতা নাইট রাইডার্সকে দেখা যাবে না সেটা জানাই ছিল। তবে কথা ছিল ইন্ডিয়া ক্রিকেট টিমের জার্সি স্পনসর করা ‘বাইজুস’ আসবে। কিন্তু শেষ মুহুর্তে জানা গেলো বাইজুস নয়, কেকেআর এবার নামবে এমপিএল-এর জার্সিতে৷
শুধু IPL নয়, কেকেআরের ত্রিনিদাদ টোবাকো দলও ক্যারিবিয়ান লিগে এই নতুন কোম্পানির জার্সিতেই মাঠে নামবে।
































































































































