স্বাধীনতা দিবসেও রাজ্যকে নিশানা করতে ছাড়লেন না রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন তিনি সরকারি কর্মচারীদের রাজনীতির ঊর্ধ্বে থাকার ‘ বার্তা ‘ দেন। রাজ্যপাল বলেন, “সরকারি কর্মচারীদের একটা দায়বদ্ধতা আছে। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে তাঁদের কাজ করতে হবে।”
শনিবার বারাকপুরে গান্ধী স্মৃতি স্মারক স্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যপাল। ওই অনুষ্ঠানে রাজ্যেকে নিশানা করে রাজ্যপাল বলেন, “সংবিধানের নিয়ম মেনে চলতে হবে। রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকতে হবে। কাজ করতে হবে একসঙ্গে।” পাশাপাশি রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে বিভেদ কাম্য নয় বলে মন্তব্য করেন জগদীপ ধনকড়।






























































































































