করোনা আবহেও দেশে এফডিআই বেড়েছে ১৮ শতাংশ: প্রধানমন্ত্রী

0
1

করোনা আবহেও ভারতে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে বিদেশের শিল্প সংস্থা। এর জেরে এফডিআই অর্থাৎ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে রেকর্ড গড়েছে ভারত। এফডিআই বেড়েছে ১৮ শতাংশ। ভারতের পরিকাঠামো উন্নয়নে নির্দিষ্ট পরিকল্পনার ফলে এফডিআই সব রেকর্ড ভেঙে দিয়েছে। এর থেকে প্রমাণিত ভারতের ক্ষমতার ওপর বিশ্বের আস্থা রয়েছে। স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। তিনি বলেন, এটা সম্ভব হয়েছে কারণ ভারত তার নীতির বদল ঘটিয়েছে এবং পরিকাঠামোর উন্নতি করেছে। কৃষিতে আত্মনির্ভর হওয়ার জন্য কৃষকদের উন্নয়নের কথাও এদিন বলেন নরেন্দ্র মোদি। দারিদ্র্যসীমার নীচে থাকা কৃষকদের উন্নয়নের কথা এদিন বলেন মোদি।

করোনা সঙ্কটকালে এন ৯৫ মাস্ক থেকে পিপিই ভারত নিজেই তৈরি করেছে। শুধু দেশের চাহিদা নয়, এগুলো রফতানিও করছে দেশ। দুনিয়া যা করে দেখাতে পারেনি, ভারত করে দেখিয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।