“স্বাধীন ভারত অমর রহে” বলে ফের বিতর্কে দিলীপ ঘোষ

0
1

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না তাঁর। ফের একবার বিতর্কিত মন্তব্য করে বাজার গরম করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে এবার কোনও রাজনৈতিক মন্তব্য নয়, দেশ-জননীর স্বাধীনতা দিবসের মতো স্পর্শকাতর ও গর্বের ইতিহাস নিয়ে আবেগের বশে আলটপকা মন্তব্য করে বসেন দিলীপবাবু।

স্বাধীনতা দিবস উদযাপনের পালনের মঞ্চ থেকে বিজেপির রাজ্য সভাপতি হঠাৎই দেশাত্ববোধ স্লোগান দিতে গিয়ে বলে বসেন, “স্বাধীন ভারত অমর রহে”! সেখানে উপস্থিত বিজেপি কর্মী-সমর্থক ও তাঁর অনুগামীরাও কিছু চিন্তাভাবনা না করেই দলের রাজ্য শীর্ষ নেতার স্লোগানে অবলীলায় গলা মেলাতে থাকেন। এরপরই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ফের একবার আগা-পাঁচতলা না ভেবে মন্তব্য করায় নেটিজেনদের প্রবল বিদ্রুপের মুখে পড়েন দিলীপ ঘোষ।

উল্লেখ্য, শনিবার ১৫ অগাস্ট দেশের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে উত্তরবঙ্গে ডুয়ার্সের একটি জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের সময় তাঁর পায়ে জুতোও ছিল। যা নিয়েও তুমুল বিতর্ক তৈরি হয়েছে। তার উপর “স্বাধীন ভারত অমর রহে”-এর মতো এমন বিতর্কিত স্লোগান নিয়ে আলোড়ন তৈরি হয়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার একাধিক ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে উঠে এসেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।