প্রতিবছরই স্বাধীনতা দিবসের দিন রীতি মেনে রাজভবনে একটা চক্রের আয়োজন করা হয়। যেখানে রাজ্যপালের তরফ থেকে রাজভবনে আমন্ত্রিত থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ বেশকিছু আমলা ও অতিথি। ৭৪ তম স্বাধীনতা দিবসেও রীতি রাজভবনের পক্ষ থেকে চা-চক্রে আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রীকে। সেই অনুষ্ঠান ছিল সন্ধেয়।
কিন্তু ওই সময়ে মুখ্যমন্ত্রীর বিশেষ কাজ থাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপন জাতীয় পতাকা উত্তোলনের পরই রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় মিনিট কুড়ি এই সৌজন্য সাক্ষাৎ পর্ব ও শুভেচ্ছা বিনিময় চলে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব রাজীব সিনহা, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র এবং কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা।
রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান, স্বাধীনতা দিবসের রীতি মেনেই তিনি রাজভবনে এসেছিলেন। রাজ্যপালের সঙ্গে একান্তই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হয়েছে। বেশ কিছুক্ষণ তাঁরা সকলে চা-চক্রে আড্ডা দিয়েছেন বলেও জানান মুখ্যমন্ত্রী।