জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

0
1

স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনা কোচবিহার জেলার দিনহাটা রোড সংলগ্ন অঞ্চলে। স্বাধীনতা দিবসে প্রতিবছর এলাকার তৃণমূল কর্মীরা জাতীয় পতাকা তুলে দিনটি উদযাপন করেন। অভিযোগ জাতীয় পতাকা স্তম্ভে এদিন লাগানো হয় বিজেপির দলীয় পতাকা। স্থানীয় তৃণমূল কর্মীদের আড়ালেই এই কাজ কেউ করেছে বলে অভিযোগ। ওই পতাকা পরে খুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

কোচবিহার জেলা যুব তৃণমূল নেতা সম্রাট মুখোপাধ্যায় বলেন, “জাতীয় পতাকার স্তম্ভে দলীয় পতাকা লাগিয়ে জাতীয় পতাকার অবমাননা করেছে বিজেপি। কে বা কারা লাগিয়েছে তার দেখা না গেলেও বিজেপির বিরুদ্ধে আমরা কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করব। জাতীয় পতাকা রাষ্ট্রের সর্বোচ্চ গর্বের, তার অবমাননা কোনও অবস্থাতেই সহ্য করা হবে না।”