৬০ হাজার কোটির সম্পত্তির উত্তরাধিকারী ঠিক করে ফেললেন আম্বানি

0
1

অতীত থেকে শিক্ষা নিয়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিলেন পৃথিবীর ধনীর তালিকায় থাকা চতুর্থ ব্যক্তি।

মুকেশ আম্বানি। ভাই অনিলের সঙ্গে সম্পত্তির ঝগড়ায় প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়েছিল। আর তার থেকে শিক্ষা নিয়েই নিজের ভবিষ্যত উত্তরাধিকারী তৈরি করে ফেললেন। ফ্যামিলি কাউন্সিলে ৬০ হাজার কোটির সাম্রাজ্যের দায়িত্ব বন্টন করে দিলেন। তিন ছেলেমেয়ে স্ত্রী ছাড়াও এই কাউন্সিলে থাকছেন কয়েকজন উপদেষ্টাও। রিলায়েন্সকে কারা নেতৃত্ব কারা দেবে, তা প্রকাশ্যে জানিয়ে দেবেন মুকেশ আগামী বছরেই।

আম্বানি সাম্রাজ্যের ভবিষ্যত নিয়ে মুকেশের তৈরি এই কাউন্সিলই সিদ্ধান্ত নেবে। কোনও বিতর্ক তৈরি হলে সিদ্ধান্ত নেবে এই কাউন্সিল। বহু ব্যবসায়ী পরিবার যাদের একাধিক ব্যবসা রয়েছে, তারা এই ধরণের কাউন্সিল তৈরি করেছেন। মুকেশও সেই পথে হাঁটলেন। বলা যায় পারিবারিক সম্পত্তি এগিয়ে নিয়ে যাওয়ায় কাউন্সিল হলো গণতান্ত্রিক ও স্বচ্ছ্ব পদ্ধতি। তবে মুকেশের তিন সন্তান ঈশা, আকাশ আর অনন্ত রিটেল, ডিজিটাল ও এনার্জির মাথায় থাকবেন, তা প্রায় নিশ্চিত। তিনজনেই ইতিমধ্যে ডিরেক্টর হিসাবে কাজও শুরু করেছেন।