এক ফোনে এক লক্ষ টাকা খুইয়ে হতবাক মহিলা!

0
3

মহামারির আবহের মধ্যেও অনলাইনে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লক্ষ টাকা খুইয়ে বসলেন এক মহিলা। গিরিশ পার্কের মৌমিতা রায় তার দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা খুইয়ে প্রতারণার হয়েছেন বলে জানা গিয়েছে।
আসলে করোনার সময় অধিকাংশ গ্রাহকই অনলাইনে ব্যাঙ্কের কাজ মেটাচ্ছেন। সেই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে প্রতারকরা। ঘটনার সূত্রপাত চলতি মাসের এগারো তারিখ। একটি অচেনা নম্বর থেকে ফোন আসে গিরিশ পার্কের ওই বাসিন্দার কাছে। হাজারো ব্যস্ততার মধ্যেই ফোন ধরে হিন্দিভাষী এক ব্যাক্তি বলেন, ‘‌আপনার ফোনে KYC আপডেট করা নেই’‌।
তিনি সন্দেহপ্রকাশ করলেও বারবার তাঁকে একই কথা বলায় আপডেট করার প্রক্রিয়া শুরু করেন মৌমিতা। ফোনের অপর প্রান্ত থেকে ফোন না কেটে সেই প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়। এরপরই মৌমিতার দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কয়েক মিনিটের মধ্যে উধাও হয়ে যায় প্রায় এক লক্ষ টাকা। মোবাইলে আসা ম্যাসেজ দেখে তিনি বুঝে যান প্রতারকদের ফাঁদে পা দিয়েছেন তিনি । প্রথমে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে অভিযোগ জানান এবং পরে গিরিশ পার্ক থানায় অভিযোগ জানান মৌমিতা।
সাইবার বিশেষজ্ঞদের মত , এই ধরনের ফোন বা ম্যাসেজকে যেন কেউ গুরুত্ব না দেন। তারা স্পষ্ট জানিয়েছেন, কোন সংস্থা এইভাবে ফোন করে KYC আপডেট করার অনুরোধ জানায় না। এই প্রতারণার হাত থেকে বাঁচতে নিজেদের আরও সতর্ক থাকতে হবে।