বিদ্যুৎ পোলে তরতরিয়ে উঠে ‘স্পাইডার উইমেন’ ঊষা

0
2

কথায় বলে ‘ যে রাঁধে সে চুলও বাঁধে’। আবারও তা প্রমাণ করলেন এক মহিলা। শুধুমাত্র ঘর কন্যার কাজ নয়, ইলেকট্রিক পোলে উঠে কাজ করলেন ঊষা জগদালে।মহারাষ্ট্রের ওই মহিলা বিদ্যুৎ দফতরের কর্মী। তাঁর এই কীর্তি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা বলছেন, ঠিক ‘স্পাইডার উইমেন’ এর মতো পোলে উঠলেন ঊষা।

জানা গিয়েছে, লকডাউনে গ্রাহকদের পরিষেবা অক্ষুন্ন রাখতে তিনি এই কাজ করেছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, খালি পায়ে তরতরিয়ে ইলেকট্রিক পোলে উঠে যান তিনি। পোলের মাথায় ইলেকট্রিক পরিষেবার যে সমস্যা হচ্ছিল সে ঠিক করে দেন ঊষা। তবে এই কাজ তিনি করেছেন কোনও রকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই।

ঊষার কাজে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে নেটিজেনদের থেকে। একদিকে যেমন তাঁর কুর্নিশ জানাচ্ছেন, তেমনই এই কাজের বিরোধিতা করছেন কেউ কেউ। অনেকের মতে, সুরক্ষা ছাড়া এই কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেনরা।