১৫ অগাস্ট সুশান্তের জন্য এক মিনিট নীরবতা পালন করুন, আবেদন দিদি শ্বেতার

0
3

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। দেখতে দেখতে ৬০ দিন পার হয়ে গেল। জারি রয়েছে সুশান্ত সিং রাজপুতকে ন্যায়বিচার পাওয়ানোর লড়াই। এরই মধ্যে শুক্রবার সুশান্তের মৃত্যুর দু মাস পূর্তির দিন শ্বেতা সোশ্যাল মিডিয়ায় #GlobalPrayers4SSR-এর ডাক দিলেন। অর্থাৎ ২৪ ঘন্টা ব্যাপী বিশ্বজুড়ে সুশান্তের জন্য প্রার্থনা করবার আহ্বান রাখছেন। তিনি যোগ করেন ১৫ অগাস্ট সকাল ১০ এক মিনিট নীরবতা পালন করতে। নিজের পোস্টের ক্যাপশনে শ্বেতা যোগ করেন সুশান্তের গোটা পরিবার এখনও কীভাবে লড়ে যাচ্ছে সত্যিটা সামনে আনতে এবং সুশান্তকে ন্যায়বিচার পাইয়ে দিতে’।

 

উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত নিয়ে কাঠগড়ায় মুম্বই পুলিশ ও মহারাষ্ট্র সরকার। এই বলিউড অভিনেতার মৃত্যুকে নিছক আত্মহত্যা বলেই শুরু থেকে দাবি করে এসেছেন মুম্বই পুলিশের শীর্ষ আধিকারিক থেকে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।

গত সপ্তাহে এই মৃত্যুর তদন্তভার কেন্দ্রের তরফে সঁপে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে হলফনামা জমা পড়েছে মহারাষ্ট্র সরকার ও রিয়া চক্রবর্তীর তরফে।