শুধুমাত্র টিউশন ফি নিক স্কুল, মুখ্যমন্ত্রীর উদ্দেশে দাবিপত্র অভিভাবকদের

0
3

রাজ্যের বেসরকারি স্কুলগুলি শুধুমাত্র টিউশন ফি নিক। যে স্কুলে পুরোটাই টিউশন ফি তারা অন্তত ৫০ শতাংশ মকুব করুক। এই দাবি নিয়ে রাজ্যজুড়ে সরব হলেন বেসরকারি স্কুলের অভিভাবকরা। এদিন মুখ্যমন্ত্রীর উদ্দেশে দাবিপত্র পেশ করেন অভিভাবকদের একাংশ।

কালীঘাটে মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি দাবিপত্র পেশ করার কথা থাকলেও, কন্টেনমেন্ট জোন হওয়ায় এগোতে দেয়নি পুলিশ। অভিভাবকদের সংগঠন ইউনাইটেড গার্ডিয়ান্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সুপ্রিয় ভট্টাচার্য বলেন, “এদিন হাজরা মোড়ে জমায়েত করে মুখ্যমন্ত্রীর উদ্দেশে দাবিপত্র দেওয়া হয়। আমরা দাবিপত্রে উল্লেখ করেছি টিউশন ফি নিক স্কুলগুলি। যেসব প্রায় সমস্ত ফি টিউশন ফি’র হেডে নেয়, তারা অন্তত ৫০ শতাংশ মকুব করুক। আমরা চাই শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীরা সম্পূর্ণ বেতন পাক।” একইসঙ্গে ২০ জুলাই শিক্ষা দফতরের জারি করা নির্দেশিকার বাস্তবায়িত করার আর্জি জানান অভিভাবকরা।

প্রসঙ্গত, বকেয়া স্কুল ফি মেটানোর সময়সীমা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ১৫ অগাস্টের মধ্যে বকেয়া স্কুল ফি’র ৮০ শতাংশ মেটাতে বলেছে আদালত। এর আগে গত ২০ জুলাই ফি সংক্রান্ত একটি নির্দেশিকা দেয় শিক্ষা দফতর। যেখানে করা হয়েছিল, মহামারি পরিস্থিতিতে ফি বাড়াতে পারবে না বেসরকারি স্কুলগুলি। বাসভাড়া, লাইব্রেরি ফি সহ এই ধরনের ফি মকুবের কথাও বলা হয়েছিল। সংশ্লিষ্ট নির্দেশিকা বাস্তবায়িত করার দাবি জানাচ্ছেন অভিভাবকরা।