সড়ক-২ ছবির ট্রেলার লঞ্চের পরেই ডিজলাইকের বন্যা বইছে ইউটিউবে। এখন ডিজলাইকের সংখ্যা প্রায় ১৮ মিলিয়ন। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই আলিয়া ভাট ও মহেশ ভাটের বিরুদ্ধে সুর চড়িয়েছেন নেটিজেনরা। মহেশের সঙ্গে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর নাম জড়িয়ে উঠে এসেছে একাধিক জল্পনা। লক্ষ লক্ষ ডিজলাইকের ঘোর কাটতে না কাটতেই পাকিস্তানি গানের সুর চুরি করার অভিযোগ উঠল পরিচালক মহেশ ভাটের বিরুদ্ধে।
পাকিস্তানের এক মিউজিশিয়ান দাবি করলেন সড়ক ২-এর গানের সুর চুরি করা হয়েছে। তিনি নিজে এই গানের সুর দিয়েছিলেন ২০১১ সালে। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট শেয়ার কর লেখেন, ট্রেলার দেখতে দেখতে গানটা তাঁর খুব চেনা চেনা মনে হয়। কিছুক্ষণের মধ্যেই তিনি খুঁজে বের করেন তাঁর নিজের সুর করা গান। ট্রেলারের একটি অংশ ও গানের ভিডিও একই সঙ্গে চালিয়ে তা দেখিয়ে দেন ওই পোস্টে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই জনতার রোষের মুখে সেই একই নাম মহেশ ভাট।
@foxstarhindi
What do we do about this. Copied from a song that I produced in Pakistan and launched in 2011.
Let's talk guys. pic.twitter.com/BtKAHzPYMI— Shezan Saleem a.k.a JO-G (@ssaleemofficial) August 12, 2020
সড়ক-২ ছবি মুক্তি পেতে চলেছে চলতি মাসের ২৮ তারিখে। তার আগেই একাধিক কোপের মুখে পড়তে হচ্ছে ছবিকে। ছবির গান ‘ইসক কামাল’ নিয়ে এবার নেট দুনিয়ায় শুরু নয়া তর্জা।