স্বাধীনতা দিবসে নাশকতা রুখতে ব্যান্ডেল স্টেশনে তল্লাশি

0
1

স্বাধীনতা দিবসে নাশকতা রুখতে ময়দানে নামল পুলিশ। শুক্রবার সকালে ব্যান্ডেল স্টেশন চত্বরে স্নিফার ডগ নিয়ে তল্লাশি করলেন ব্যান্ডেল জিআরপির পুলিশ কর্মীরা। এই তল্লাশি অভিযানে হাজির ছিলেন ব্যান্ডেল জিআরপির ওসি মহাবীর বেরা ও আইআরপি শান্তুনু মিত্র সহ ব্যান্ডেল জিআরপির পুলিশ কর্মীরা। প্রায় দেড় ঘণ্টা ধরে এই অভিযান চালানো হয়।

একই সঙ্গে রেললাইন ধরে একাধিক জায়গায় তল্লাশি হয়। যদিও কোথাও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর।
ব্যান্ডেল জিআরপির ওসি মহাবীর বেরা বলেন, বেশ কিছু শ্রমিক স্পেশাল ট্রেন চলছে। ১৫ অগাস্ট নাশকতার কথা মাথায় রেখেই এই ভাবে স্নিফার ডগ দিয়ে তল্লাশি চলছে।

আরও পড়ুন : বিএসএফের গুলিতে মৃত্যুর অভিযোগের তদন্তে বিএসএফ ও এসপি