মহামারি আবহে বাতিল পলিটেকনিকের প্রবেশিকা

0
2

মহামারি আবহে চলতি বছর হচ্ছে না পলিটেকনিকের প্রবেশিকা পরীক্ষা। এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। https://webscte.co.in/ ওয়েবসাইটে ভর্তির জন্য আবেদন করা যাবে। আজ শুক্রবার থেকে ৩১ অগাস্ট রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন গ্রহন করা হবে। যারা ইতিমধ্যেই অনলাইন বা অফলাইন পদ্ধতিতে আবেদন করেছেন তাঁদের পুনরায় আবেদন করতে হবে না বলে জানানো হয়েছে। তবে ভর্তির ক্ষেত্রে মাপকাঠি কী হবে তা অবশ্য জানায়নি রাজ্য।