মোবাইলেও এবার ডাউনলোড করতে পারবেন আধার কার্ড। আধার কার্ডে রেজিস্টার করা মোবাইল নম্বরে খুব সহজেই ডাউনলোড করা যাবে।
জেনে নিন কী ভাবে আধার কার্ড আাপনার মোবাইলে ডাউনলোড করবেন…
১) আধার কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে আপনাকে সবচেয়ে প্রথমে uidai.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে মাই আধার ট্যাবে ক্লিক করতে হবে।
২ ) সেখান থেকে ডাউনলোড আধার অপশনে যেতে হবে। এখানে আপনার সামনে একটি নতুন পেজ খুলবে।
৩ ) এবার এখানে আপনাকে আধার নম্বর অপশন সিলেক্ট করতে হবে এবং ‘I Have’ সেকশন সিলেক্ট করতে হবে।
আধার কার্ডে বাড়ির ঠিকানা বদল করবেন কিভাবে? জেনে নিন সহজ উপায়
৪) এখানে আপনাকে আপনার ১২ অংকের আধার নম্বর দিতে হবে।
৫) আপনার আধার নম্বরটি দেওয়ার সাথে সাথে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে।
৬) এবার এই OTP টা টাইপ করুন। সস্থার তরফ থেকে একটি সার্ভে করা হয়ে। এর পর ভেরিফাই অ্যান্ড ডাউনলোড অপশনটি ক্লিক করলেই আধার ডাউনলোড হয়ে যাবে।
৭) ডাউনলোড হওয়া পিডিএফ ফাইলটি পাসওয়ার্ড দেওয়া সুরক্ষিত থাকবে। এর পর ওই আধার কার্ড প্রিন্ট করে নেওয়া যাবে।
এভাবেই খুব সহজ ভাবে মোবাইল নম্বর ব্যবহার করে আধার কার্ড ডাউনলোড করা যাবে।