হাসপাতালে অক্সিজেন নিয়ে অভিযোগের পরদিনই মৃত্যু তৃণমূল নেতা মফিজ মণ্ডলের

0
1

বহরমপুর কোভিড হাসপাতালে মৃত্যু হল মুর্শিদাবাদ জেলা পরিষদের বনভূমি কমার্ধ্যক্ষ ও খড়গ্রাম ব্লকের তৃণমূল সভাপতি মফিজউদ্দিন মণ্ডলের। গত পাঁচ দিন ধরেই তিনি গুরুতর অসুস্থ ছিলেন। বুধবার রাতে বহরমপুর বেসরকারি হাসপাতাল থেকে মাতৃসদন কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। পরিবারের পক্ষ সকালে মফিজ উদ্দিনের দেহ নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। শোকের ছায়া নেমে এসেছে জেলার রাজনৈতিক মহলে।
তৃণমূল নেতার শ্বাসকষ্ট হওয়ার সময় ওনাকে অক্সিজেন দিতে দেরি হয় বলে অভিযোগ। এর জেরে বুধবার রাতে হাসপাতালের জুনিয়র ডাক্তার ও নার্সদের উপর পরিবার চড়াও হয়। বহরমপুর থানার পুলিশ পৌঁছে রাতেই মফিজ মণ্ডলের ছেলেসহ মোট চারজনকে আটক করে।