আইপিএলে ভিভো গত হয়েছে। মেন স্পনসর নেই। কিন্তু তার আগে কো-স্পনসর পেয়ে যাচ্ছে বিসিসিআই। একটি নয়, দুটি, ক্রেড আর আন অ্যাকাডেমি। বিড করার শেষ দিন কাল, শুক্রবার। ১৮ তারিখ বোর্ডের ঘোষণা। দুটি সংস্থা বোর্ডকে বছরে ৬০ কোটি টাকা করে দেবে। তবে আন অ্যাকাডেমি কো স্পনসর নয়, মূল স্পনসর হতে চায়। তাই বিড পেপারও তুলেছে। অন্য স্পনসর যারা হতে চাইছে তাদের মধ্যে অন্যতম হলো জিও, বাইজু, অ্যামাজন, কোকাকোলা এমনকী বিতর্কিত পতঞ্জলীও। ভিভো দিত বছরে ৪৪০ কোটি। সেই লক্ষ্যমাত্রা পূরণে মেন স্পনসরের থেকে ৩০০ কোটি পেতে চাইছে বোর্ড। বাকি টাকা কো-স্পনসরদের থেকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে আইপিএলের অফিসিয়াল পার্টনার নাকি ইতিমধ্যে ঠিক হয়ে গিয়েছে।






























































































































