প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি একইরকম  

0
3

শারীরিক পরিস্থিতি একইরকম প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। দিল্লির সেনা হাসপাতালের ভেন্টিলেশনে রয়েছেন তিনি। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। সঙ্কটজনক পরিস্থিতি। গতকাল রাতেই প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় জানান, গুজব ছড়ানো বন্ধ হোক। প্রাক্তন রাষ্ট্রপতি জীবিত রয়েছেন। প্রণববাবু গত রবিবার তাঁর বাসভবনের বাথরুমে পড়ে যান। চিকিৎসা করাতে গিয়ে জানা যায় তিনি অতিমারীতে আক্রান্ত। এরপর তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর জমাট বাঁধা রক্ত মস্তিষ্ক থেকে বের করা গেলেও রক্তক্ষরণ বন্ধ করা যায়নি। তারপর থেকেই তিনি ভেন্টিলেশনে রয়েছেন।