আন্তর্জাতিক যুব দিবসে রাজ্যে ‘কর্ম সাথী প্রকল্প’-এ স্বনির্ভরতার বার্তা মুখ্যমন্ত্রীর

0
1

আন্তর্জাতিক যুব দিবস রাজ্যে এক লক্ষ বেকার যুবক-যুবতীকে সফট লোন এবং স্বনির্ভর হওয়ার জন্য ভর্তুকি দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটারে তিনি লেখেন, রাজ্য সরকার ‘কর্ম সাথী প্রকল্প’ চালু করেছে। এই প্রকল্পের অধীন রাজ্যের যুব সম্প্রদায়ের কর্মসংস্থান করা যাবে।

একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ভারতে এই মুহূর্তে বেকারত্বের হার 24 শতাংশ, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। সেখানে দাঁড়িয়ে রাজ্যে বেকারত্বের হার 40 শতাংশ কমানো গিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। অতীতেও বাংলার যুব সম্প্রদায় দেশকে নেতৃত্ব দিয়েছে। আগামী দিনেও সেটা হবে বলে আশা প্রকাশ করেন মমতা। তিনি বলেন, “আমরা আমাদের যুব সম্প্রদায়ের জন্য গর্বিত। তাই জাতির ভবিষ্যৎ। নতুন প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যাবে। তারা প্রতিভাবান দক্ষ এবং কর্মঠ”। তাঁদের স্বপ্ন আগামী দিনে বাস্তবায়িত হবে বলে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।