সোমেন মিত্র হৃদয়ে থাকবেন, স্মরণসভা আমহার্স্ট স্ট্রিটে

0
1

সেই 45, আমহার্স্ট স্ট্রিট।
সেই ঐতিহাসিক কালীপুজোর প্রাঙ্গণ।
সেই নিজের পাড়া।

বৃহস্পতিবার সোমেন মিত্রর স্মরণসভা থেকে উপলব্ধ: ব্যতিক্রমী মানুষটি চিরকাল থেকে যাবেন হৃদয়ে।
স্মৃতিচারণ করেন সোমেনপুত্র রোহন, কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য, আবদুল মান্নান, দেবপ্রসাদ রায়, তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ, বিজেপির রাহুল সিনহা, সব্যসাচী দত্ত, জয়প্রকাশ মজুমদার, অভিনেতা বাদশা মৈত্র, সিপিএমের তন্ময় ভট্টাচার্য, শতরূপ ঘোষ প্রমুখ। ছিলেন আরও অনেকে: কংগ্রেসের অমিতাভ চক্রবর্তী, শুভঙ্কর সরকার, আশুতোষ চট্টোপাধ্যায়, বিজেপির রাকেশ সিং, শিবাজী সিংহরায়, তৃণমূলের প্রদীপ ঘোষ, সজল ঘোষ, পরেশ পাল, পিয়াল চৌধুরী, সিএবির বিশ্বরূপ দে প্রমুখ।
ছিলেন সোমেনবাবুর ভাইরা ও পরিবারবর্গ। ছিলেন বাদল ভট্টাচার্য। বক্তারা বিভিন্ন আঙ্গিকে সোমেনবাবুর জীবন বিশ্লেষণ করেন।