সঙ্কটজনক হলেও স্থিতিশীল প্রাক্তন রাষ্ট্রপতি, টুইটে জানালেন অভিজিৎ

0
3

সঙ্কটজনক হলেও স্থিতিশীল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় বুধবার রাতে টুইট করে জানান “আপনাদের সবার প্রার্থনায়, আমার বাবা হেমোডায়নামিক্যালি স্টেবল। তাঁর সুস্থতার জন্য সবাইকে প্রার্থনা করার অনুরোধ জানাই। ধন্যবাদ “।
দিল্লির সেনা হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের স্বাস্থ্যের অবস্থা এখনও সঙ্কটজনক। ভেন্টিলেটরে থাকলেও তিনি হেমোডায়নামিক্যালি স্টেবল রয়েছেন। হৃদযন্ত্রে রক্ত চলাচল স্বাভাবিক থাকলে, তাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় হেমোডায়নামিক্যালি স্টেবল বলা হয়।
এদিন দুপুরে ট্যুইট করেন প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও। বুধবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, গত বছর 8 অগাস্ট তাঁর জীবনের অন্যতম সেরা আনন্দের দিন। কারণ সেদিন তাঁর বাবা ভারতরত্ন পেয়েছিলেন। ঠিক এক বছর পরে এবছর 10 অগাস্ট তিনি আশঙ্কাজনক। এরপর শর্মিষ্ঠা লেখেন, “তাঁর (বাবার) জন্য যেটা সবথেকে ভালো ঈশ্বর যেন তাই করেন। আর আনন্দ ও দুঃখ দুটোকেই সমানভাবে সহ্য করার ক্ষমতা যেন আমায় দেন”। যাঁরা তার বাবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন শর্মিষ্ঠা।