এখনও আইএসএল আশা ছাড়ছে না ইস্টবেঙ্গল, স্পোর্টস-ডে’তে জানালেন ক্লাবকর্তা

0
1

ইস্টবেঙ্গলের শতবর্ষ পূর্তি উপলক্ষে আজ, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পালিত হল ঐতিহ্যবাহী এই ক্লাবের “স্পোর্টস ডে”। বিশেষ এই অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া থেকে শুরু করে প্রাক্তন ফুটবল তারকা আলভিতো ডি’কুনহা। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ক্লাবের প্রাক্তন সচিব পল্টু দাস। তাঁর জন্মদিন উপলক্ষেই পালন করা হল স্পোর্টস ডে।

পাশাপাশি, এই করোনা আবহের মধ্যে রক্তের আকাল মেটানোর জন্য রক্তদান শিবির আয়োজন হল লাল-হলুদ ক্লাবের পক্ষ থেকে। যেখানে ইস্ট বেঙ্গল সমর্থকরা স্বেচ্ছা রক্ত দান করলেন।

এদিকে, আইএসএল খেলা নিয়ে এখনও আশা-নিরাশার দোলাচলে। ক্লাবের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার (নিতু)
জানিয়েছেন, তাঁরা এখনও আশাবাদী আইএসএল খেলা নিয়ে।

অন্যদিকে মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, দর্শক ছাড়া যেমন বাংলার ফুটবলের কল্পনা করা যায় না, সেইরকমই ইস্ট লবেঙ্গল, মোহানবাগান, মহমেডান ছাড়া বাংলার ফুটবল ভাবা যায় না।