মেডিক্যাল কলেজে ট্রলি থেকে করোনা রোগীর মৃতদেহ সটান পড়ল রাস্তায়! তারপর?

0
1

ফের কলকাতা মেডিক্যাল কলেজে বিপত্তি। অভিযোগ, হাসপাতালে ট্রলি করে নিয়ে যাওয়ার সময় রাস্তায় আছড়ে পড়ল করোনা আক্রান্ত রোগীর মৃতদেহ। এরপর উদাসীনভাবে সেই মৃতদেহ ফের ট্রলিতে তুলে মর্গে নিয়ে যাওয়া হল।

জানা যাচ্ছে, কলকাতা মেডিক্যাল কলেজের গ্রিন বিল্ডিং থেকে ট্রলিতে করে নিয়ে যাওয়ার সময়ই কর্মীদের অসাবধানতার কারণেই ঘটে এই বিপত্তি। মৃতদেহ সটান পড়ে যায় রাস্তায়। ফের তা ট্রলিতে তুলে নিয়েও যাওয়া হল। ওই রাস্তা দিয়েই সর্বক্ষণ যাতায়াত করেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে রোগীর আত্মীয়স্বজনরাও। কিন্তু এই ঘটনার পরও রাস্তাটি স্যানিটাইজ করা হয়নি বলে চাঞ্চল্যকর অভিযোগ।

এ প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষক জানান, করোনা রোগীদের মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য আলাদা গাড়ির ব্যবস্থা আছে। ট্রলিতে নিয়ে যাওয়ার কথা নয়। দেখতে হবে সেই গাড়ি ওই স্বাস্থ্যকর্মীরা কেন পেলেন না। এর জন্য দুই সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।