Big Breaking: স্নাতক স্তরে ভর্তির আবেদনের প্রসেসিং ফি মকুব করল রাজ্য সরকার

0
1

স্নাতক স্তরে অনলাইনে ভর্তির আবেদনের ক্ষেত্রে প্রসেসিং ফি মকুব করল রাজ্য সরকার। উচ্চ শিক্ষা দফতর নির্দেশিকা জারি করে জানিয়েছেন, কলেজগুলি অনলাইনে ভর্তির আবেদনের ক্ষেত্রে প্রসেসিং নিতে পারবে না। একইসঙ্গে যেসব বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের পঠন-পাঠন হয় তারাও প্রসেসিং ফি নিতে পারবে না।

এর আগে উচ্চ শিক্ষা দফতর নির্দেশিকা জারি করে জানিয়েছিল, অনলাইনে ফর্ম তোলা, জমা দেওয়া, বিভিন্ন নথি আপলোড করার জন্য প্রসেসিং ফি হিসেবে সর্বোচ্চ ১৫০ টাকা নিতে পারবে কলেজগুলি। কিন্তু মহামারি আবহে ছাত্রদের স্বার্থে ফের সিদ্ধান্ত বদল করল রাজ্য সরকার। ইতিমধ্যেই নির্দেশিকা পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি তাদের অন্তর্ভুক্ত কলেজগুলিকে ওই নির্দেশিকা পাঠাবে।

বৃহস্পতিবার এই বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “সরকারি এবং সরকার পোষিত কলেজগুলি স্নাতক স্তরে ভর্তির জন্য কোনও প্রসেসিং ফি নিতে পারবে না। একই নিয়ম বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির জন্য প্রযোজ্য। আমরা শুনতে পাচ্ছি বেশ কিছু কলেজ অর্থ সংগ্রহ করছে। এই অবস্থায় কোনওভাবেই প্রসেসিং ফি নেওয়া যাবে না। ”