কোঝিকোড় দুর্ঘটনার চার দিন পর নেওয়া হল বড় সিদ্ধান্ত। দ্য ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) সিদ্ধান্ত নিল এই বিমানবন্দরে নিরাপত্তাজনিত কারণে বর্ষার মরসুমে কোনও ওয়াইড বডি এয়ারক্রাফট অবতরণ করবে না। এরই পাশাপাশি জানানো হয়েছে, যে সব বিমানবন্দরগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা গোটা বর্ষাকাল ঘিরে, তার অবস্থা সরেজমিনে তদন্ত করে দেখবে ডিজিসিএ।
উল্লেখ্য, কোঝিকোড় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান দুর্ঘটনার মৃত্যু হয়েছে ১৯ জনের। এখনও হাসপাতালে রয়েছেন অনেকে। উঠে এসেছে দুর্ঘটনা সংক্রান্ত নানা তথ্য। আঙুল উঠছে বিমানবন্দর কর্তৃপক্ষের দিকেও ।রানওয়েতে নামার সময়ে গতি বেশি থাকাতেই কি নিয়ন্ত্রণ হারালেন পাইলট, এই নিয়েও প্রশ্ন উঠে এসেছে। তাই যাতে ফের কোনও দুর্ঘটনা না ঘটে তাই ডিজিসিএ-র এই সিদ্ধান্ত। যদিও এর মেয়াদ কতদিন তা জানানো হয়নি এখনও। প্রসঙ্গত, ওয়াইড বডি এয়ারক্রাফটে ফুয়েল ট্যাঙ্কটি আয়তনে বড়ো হয়। ন্যারো বডি এয়ারক্রাফটের তুলনায় অনেক বেশি পথ পাড়ি দিতে পারে এই ধরনের বিমান। অবতরণের জন্যেও এই বিমানের তুলনায় বেশি জায়গার প্রয়োজন হয়।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.