শেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৬০,৯৬৩, মৃত্যু ৮৩৪

0
1

ভারতে করোনা সংক্রমণের গ্রাফ উর্ধমুখী। এবার বগত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬০,৯৬৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩,২৯,৬৩৯। এই ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে আরও ৮৩৪ জন রোগীর। ফলে দেশজুড়ে মৃতের সংখ্যা বেড়ে হলো ৪৬,০৯১। আজ, বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, দেশজুড়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬,৪৩,৯৪৮ জন সক্রিয় করোনা রোগী। তবে স্বস্তির খবর, সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ১৬,৩৯,৬০০ জন করোনা জয়ী। এঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৫৬,১১০ জন।