ফের এনকাউন্টার উপত্যকায়, খতম এক জঙ্গি

0
1

ফের এনকাউন্টার উপত্যকায়। পুলওয়ামায় সেনা ও জঙ্গির গুলির লড়াইয়ে খতম এক জঙ্গি। শহিদ হয়েছেন এক জওয়ান। বুধবার সেনাবাহিনী সূত্রে একথা জানানো হয়েছে।
কাশ্মীর পুলিশ জানিয়েছে, পুলওয়ামার কামরাজিপুরায় এনকাউন্টার হয়। গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে সেখানকার একটি ফলের বাগানে অভিযান চালানো হয়। পুলিশ, সেনা ও আধা সেনার যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়। জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় জওয়ানরাও। এনকাউন্টারের সময় এক জওয়ান গুলিবিদ্ধ হন। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে পরে তাঁর মৃত্যু হয়। মৃত্যু হয়েছে এক জঙ্গির।