চাষে অধিক লাভের পথ দেখাচ্ছেন কৃষকরাই !

0
1

মহামারির আবহে কৃষকদের লাভে ভাটার টান । ফসলের দাম তেমন উঠছে না বর্তমান পরিস্থিতির কারণে। এবার তাই লাভের নতুন পথ খুঁজেছেন কৃষকরাই। দক্ষিণ দিনাজপুরের ড্রাগন ফ্রুট চাষ করে লাভের পথ দেখাচ্ছেন বংশিহারী ব্লকের কৃষকেরা।

ড্রাগন ফল। নামটার মধ্যেই কেমন বিদেশি গন্ধ। এত দিন চিন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনামে রমরমা ছিল ড্রাগন ফলের। দেশ-কালের বেড়াজাল ভেঙে সেই ফল এখন চাষ হচ্ছে দুই বাংলার বেশ কিছু জায়গায়। খাদ্যগুণেও অতুলনীয় এই ফল।

লকডাউনের মাঝে চিরাচরিত ধান গম,পাট, আলু চাষ করে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবসায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা। এদিকে, অধিক মুনাফা লাভের আশায় বিকল্প চাষ হিসেবে বংশিহারী ব্লকের বদলপুর, রহিমপুর,কুশুম্বা সহ একাধিক এলাকায় কৃষকেরা ড্রাগন ফ্রুট চাষের দিকে ঝুকছেন।কৃষকরা জানান, জেলার উৎপন্ন ড্রাগন ফ্রুট পৌঁছে যায় ভিন রাজ্যগুলিতে।

একদিকে যখন অতিমারির আবহে লকডাউনের জেরে চিরাচরিত ফসল চাষে অধিক ক্ষতির আশঙ্কায় চিন্তিত জেলার অন্যান্য কৃষকেরা। তবে সেই জায়গায় বিকল্প চাষ হিসাবে অধিক মুনাফা লাভের পথ দেখাচ্ছেন বংশিহারী ব্লকের ড্রাগন ফ্রুট চাষীরা।