লিভার সিরোসিস নিয়ে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি পরিচালক নিশিকান্ত কামাত

0
2

বলিউডে ফের খারাপ খবর। এবার সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি প্রখ্যাত পরিচালক তথা জনপ্রিয় অভিনেতা নিশিকান্ত কামাত। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থার বেশ অবনতি ঘটেছে।

মারাঠি ছবি “ডোম্বিভালি ফার্স্ট” দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন নিশিকান্ত কামাত। এরপর বলিউডে তাঁর তৈরি একের পর এক ছবি সুপার হিট তকমা পেয়েছে।

“দৃশ্যম”, “রকি হ্যান্ডসাম” “মুম্বই নেই জান”, “মাদারি”-এর মত বক্স অফিসে হিট ছবি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক নিশিকান্ত কামাত।