সদ্য প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের স্মরণে অভিনব উদ্যোগ নদিয়া নবদ্বীপের কংগ্রেস নেতৃত্বের। মূলত প্রান্তিক পরিবার থেকে আসা প্রায় শতাধিক খুদে স্কুল পড়ুয়াদের মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি শিক্ষা সামগ্রী বিতরণও করে নবদ্বীপের কংগ্রেস নেতৃবৃন্দ।
আজ, বুধবার দুপুরে নবদ্বীপ থানার প্রাচীনমায়াপুর দলীয় দফতর ইন্দিরা ভবনে নবদ্বীপ শহর কংগ্রেসের সভাপতি নির্মল সাহার উদ্যোগে শহরের বিভিন্ন জায়গায় প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণির খুদে স্কুল পড়ুয়াদের মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা হয়। একইসঙ্গে ওইসব স্কুল পড়ুয়াদের মধ্যাহ্নভোজনের শেষে শিক্ষা সামগ্রী হিসাবে খাতা, কলম ও একটি করে কভার ফাইল তুলে দেওয়া হয়। মধ্যাহ্নভোজন ও শিক্ষা সামগ্রী পেয়ে খুশি ওইসব খুদে পড়ুয়ারা।





























































































































