ফের রাজ্যে একদিন লকডাউন কমে গেল। ২৮ অগাস্ট হচ্ছে না সম্পূর্ণ লকডাউন। ঘোষণা করল নবান্ন। ২৮ তারিখ লকডাউন হলে পরপর ৫ দিন ব্যাঙ্কের কাজ বন্ধ থাকবে। সে ক্ষেত্রে ব্যাঙ্কের কাজ ব্যাহত হবে বলেই এই সিদ্ধান্ত।
প্রথমে এ মাসে ৯দিন লকডাউন ঘোষণা করা হয়। বিভিন্ন কারণে সেটি বদলে সাতদিন করা হয়। এবার ৬দিন লকডাউন করা হল। বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান, স্বাধীনতা দিবস ইত্যাদি উপলক্ষ্যে আগে দিন বদল করা হয়েছিল। এবার ব্যাঙ্ক বন্ধের কারণে একদিন সম্পূর্ণ লকডাউন বাতিল করা হল।































































































































