ফের শহরে আত্মহত্যার ঘটনা। এবার বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ। ঘটনা নারকেলডাঙা মেইন রোডের। মৃতের নাম রামকিশোর কেজরিওয়াল (৭০)। পরিবার সূত্রে জানা গিয়েছে, রামকিশোর কেজরিওয়াল সম্প্রতি করোনা আক্রান্ত হন। তাঁর সঙ্গে পরিবারের আরও অনেকেই করোনা আক্রান্ত ছিলেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
পরিবারের অভিযোগ, রামকিশোর বেঙ্গল কেমিক্যালের কাছে মানিক্লাবের একটি ফ্ল্যাট কিনেছিলেন। ল্যান্ডলর্ড শ্যামসুন্দর পাতোদিয়ার কাছ থেকে ২ কোটি টাকা দিয়ে ওই ফ্ল্যাট কিনেছিলেন তিনি। সমস্ত টাকা মেটানোর পরও ল্যান্ডলর্ডবফ্ল্যাট হস্তান্তর করেননি তাঁকে। এরপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই বৃদ্ধ। নিজের সমস্ত বিষয় সম্পত্তি বিক্রি করে তিনি ফ্ল্যাট কিনেছিলেন। তারপরও ফ্ল্যাট হাতে না পাওয়ায় অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি।